থমকে যাওয়া জীবন, মৃত্যুর আলিঙ্গনে-১৫
নদীর পাড়টা সবুজ পাতায় ছেয়ে সবুজারণ্য হয়ে আছে। বিকেলের রোদ আগুনের গোলার মতো তপ্ত। সূর্যটা এসে সরাসরি চোখ বরাবর তিরের মতো ধেয়ে আগুনের গোলা দিয়ে চোখ ধাঁধিয়ে দেয়। এরই মাঝেই অনেকে বেরিয়েছেন বৈকালিক ভ্রমণে। তবে ভীষণ সতর্কভাবে। অনেকেরই মুখে মাস্ক। বেশ দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছেন। আমিও এসেছি ছোট বোন শীলার সঙ্গে। নদীর ওপর ব্রিজটা শহরকে দুভাগই করেনি। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য চমৎকারভাবে শ্বাস নেওয়ার... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2XAp6dz
via prothomalo
কোন মন্তব্য নেই