ফেসবুক থেকে সরল কোকা–কোলাও, বর্জনের কারণটা কী
ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে ফেসবুক কোনো ব্যবস্থা না নেওয়ায় এ প্ল্যাটফর্ম থেকে বড় বড় বিজ্ঞাপনদাতারা সরে যাচ্ছে। ফেসবুক বর্জনের ডাক দিয়ে চালু করা আন্দোলন '#স্টপহেটফরপ্রফিট' জোরদার হচ্ছে। ফেসবুক থেকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় নাম লিখিয়েছে কোকা–কোলার মতো ব্র্যান্ড। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল শুক্রবার কোকা–কোলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা অন্তত ৩০ দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/31mn6bi
via prothomalo
কোন মন্তব্য নেই