Hello..Dear..!!!

Hello..Dear..!!!
টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে ,
তার সাথে সাথে আপনি আপডেট হচ্ছেন তোহ ??
আপনি ও আপডেট থাকতে এবং আপডেট খবরা খবর পেতে আমাদের সাথে থাকুন ।

কিভাবে ব্লগারের টেম্পলেট আপলোড এবং কাষ্টমাইজ করবেন । How to upload & customize blogger template - MR Laboratory

আচ্ছালামু আলাইকুম । বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন । আশাকরি ভালই আছেন ।
প্রতি বারের মতো আজ আমি এরেকটি টিটোরিয়াল নিয়ে হাজির হলাম ।
আজকের টিটোরিয়াল টি হয়ত অনেকের জানা থাকতে পারে । কারন এটি একদম সহজ ,
আমি এই টিটোরিয়াল টি করার জন্য ২ জন রিকুয়েষ্ট করেছে । তাই তাদের কথাটা রাখতে হল ।
যাই হোক আজ আমি আপনাদের দেখাব কিভাবে ব্লগারের টেম্পলেট আপলোড এবং কাষ্টমাইজ করবেন , এর সাথে কিছু সলুশন দিয়ে দিব ।  টেম্পলেট আপলোড নিয়ে অনেকের অনেক রকম সমস্যা দেখা দে তার মধ্যে থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব ।

ব্লগার নিজের অভিজ্ঞতা দিয়ে  নিজে ও ডিজাইন করতে পারবেন যদি আপনি  ওয়েব ডেভেলপার হয়ে থাকেন । মনে হয় না যারা ওয়েব ডেভেলপার তারা আমার টিটোরিয়াল টি পড়বে ।
আমার এই টিটোরিয়াল টি যারা পড়তেছে তারা হচ্ছে আমার মতো স্টুডেন্ট ।
যাই হোক আমি চেষ্টাকরি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে , যা জানি আরকি , আমি তো আর মহা জ্ঞানি নয় ।

ব্লগারের জন্য কিছু টেম্পলেট পাওয়া যায় অনলাইনে । এই টেম্পলেট গুলো ডাউনলোড করে আপলোড দিতে হয় । আমারা আমাদের সাইটে অলরেডি ভালো ভালো কিছু পেইড টেম্পলেট শেয়ার করেছি , যা আপনাদের জন্য ফ্রি ।
ডাউনলোড করতে ভিসিট করুন >>>>Click Here - 5 best SEO Friendly Template for blogger

এইখান থেকে আপনি আপনার পছন্দ অনুযাযী ডাউনলোড করে নিন।

ব্লগারের থিম আপলোড করার ২ টি পদ্ধতি আছে একটি হচ্ছে থিম রি স্টোর করে অন্যটি থিম এর এইস টি এম এল কোড গুলো কপি করে ডাইরেক্ট বসিয়ে দেওয়া ।

থিম রি স্টোর করে

আপনার ব্রাউজার ওপেন করুন , তারপর Google.com  এ গিয়ে আপনার জিমেইল আইডি/গুগল আইডি লগ ইন করে নিন ।
blogger.com এ গিয়ে থিম এ যান ।ছবিটি দেখুন । ছবিতে ক্লিক করলে ভালো করে দেখতে পারবেন ।
এখন আপনার সামনে নতুন একটি পেইজ আসবে । এর ডান পাশে উপরে কোনায় একটি বাটন দেখতে পারবেন Backup/Restore নামে । এতে ক্লিক করুন । তারপর ছোট একটি উইনডো আসবে ,
এইখানে আপনি যদি এখন যে থিম টি রয়েছে তা বেকআপ করে রাখতে চাইলে Download theme এ ক্লিক করবেন , এতে আপনার থিম টি ডাউনলোড হয়ে যাবে । যা আপনি চাইলে পরে ব্যবহার করতে পারবেন । আচ্ছা এখন  আমাদের দেওয়া থিম গুলো যদি আপলোড করতে চান তাহলে আপনার Choose File এ ক্লিক করতে হবে তারপর আপনাকে ফাইল টি সিলেক্ট করতে আপনার ফাইল ডাইরেক্টরি তে নিয়ে যাবে । আপনি আপনার ফাইলটি সিলেক্ট করে দিবেন , মানে Xml ফাইল টা আরকি । তারপর ওপেন করবেন । তারপর Choose File এর নিছে upload বাটন দেখতে পারবেন ।
এই বাটনে ক্লিক করে আপলোড করে দিবেন ।

এইস টি এম এল কোড কপি করে বসিয়ে দেওয়া

আমি চাইলে একটি পদ্ধতি দেখালে হত , কিন্তু এই পদ্ধতির প্রয়োজন আছে তা পরে বলতেছি ।
এখন আপনি blogger.com এ চলে যান । তারপর থিম এ যান ।

এই পেইজে আসার পর আপনি Edit Html এ ক্লিক করবেন । এখন আমাদের থেকে ডাউনলোড করা বা আপনার Xml ফাইলটি নোট দিয়ে ওপেন করে সব কোড কপি করে নিন । তারপর এইখানে পেষ্ট করে দিন । মোবাইল থেকে করতে হয়ত অনেক কঠিন , তাই কোন কিছু ভুল না হয় মতো , কম্পিউটার থেকে  মাউস পইন্ট টা কোড এর উপরে নিয়ে একটি ক্লিক করুন তারপর Ctrl+A
দিয়ে আবার Ctrl+C দিন । এখানে Ctrl+A দিয়ে সব সিলেক্ট হবে । Ctrl+C দিয়ে সব কপি হবে । ।
এইটা নোট দিয়ে ওপেন করে আপনার Xml কোড টি কপি করার জন্য ।
তারপর আপনার Edit HTML এ Ctrl+A সব সিলেক্ট এবং Ctrl+V সব পেষ্ট ।
তারপর অবস্যয় Save theme এ ক্লিক করে Save করে নিবেন । উপরে আছে Save theme বাটন টি ।


এখন কাস্টমাইজ

 আপলোড করার পাশাপাশি কাস্টমাইজ ও তো করতে হবে তাই না ।
কাস্টমাইজ এর জন্য আপনাকে লে আউট পেইজে যেতে হবে -
এজন্য Layout এ ক্লিক করবেন ।


এখন ফেবিকন আইকন , কম্পিউটার থেকে যখন কোন সাইটে ভিসিট করি তখন লিঙ্ক এর পাশে একটি আইকন শো করে যেমন
এইটিই হচ্চে ফেবিকন আইকন । আপনি আপনার লগো দিয়ে একটি আইকন তৈরি করবেন অবস্যয় ১০০ কিলোবাইট এর বেশি হওয়া যাবে না । করার পর এডিট এ ক্লিক করে আপলোড করে দিন ।
আপনার ও আসে যাবে এই আইকন টি , তবে কিছুক্ষন সময় নিতে পারে ।

Add a Getget এ ক্লিক করে আপনি যেকোনো কিছু এড করতে পারেন ।
এড গেজেট এ ক্লিক করলে একটি নতুন পেইজ অন হবে এইখান থেকে আপনি একটার পর একটা ট্রাই করে দেখতে পারেন । এইখানে 1 – 25 টি গেজেট রয়েছে ।

আসলে এই বিষয় গুলো এভাবে বুঝানো সম্ভব না । ভিডিও টিটোরিয়েল এর জন্য অপেক্ষা করুন ।
আগামী কালকে নিয়ে আসতেছি ।  












from MR Laboratory - Technological Tips & Tricks । Bangla tutorial http://bit.ly/2YJ2QfB
via MR Laboratory

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.