Hello..Dear..!!!

Hello..Dear..!!!
টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে ,
তার সাথে সাথে আপনি আপডেট হচ্ছেন তোহ ??
আপনি ও আপডেট থাকতে এবং আপডেট খবরা খবর পেতে আমাদের সাথে থাকুন ।

ফেইসবুকে ডিলিট হওয়া গ্রুপ এবং ফ্রোফাইল ফিরিয়ে আনবেন কিভাবে - How to restore a deleted group & account - MR Laboratory

How to restore a deleted group & account - MR Laboratory

 

ফেইসবুকে ডিলিট হওয়া গ্রুপ এবং ফ্রোফাইল ফিরিয়ে আনবেন কিভাবে । 

How to restore a deleted group & account - MR Laboratory

 

 

কেন এমন টা হয়েছিল ।


গত কয়েকদিন যাবৎ ফেইসবুকে অনেক বড় বড় গ্রুপ ডিসেবল করে দিয়েছে ফেইসবুক ।
সাথে সাথে গ্রুপের এডমিনের আইডিও । 
এইটা ফেইসবুকের নিরাপত্তার ত্রুটি ছিল বলে আমি মনে করি ।খুব শিগ্রিই ঠিক হয়ে যাবে ।
তবে চিন্তা করার কিছু নেই শুধু আপনার না বাংলাদেশের অনেকের এই অবস্তা হয়েছে , বাংলাদেশের সবছেয়ে বড় গ্রুপ ছিল Evergreen bangladesh , প্রায় এক কোটির উপরে মেম্বার ছিল এই গ্রুপে ।
এই রকম আরো অনেক বড় বড় গ্রুপ ডিলিট হয়ে গিয়েছে গত কয়েক দিন ধরে । এ জন্য আমি আমার ফেইসবুকে সবাইকে বলে দিয়েছি যে গ্রুপ Archive করে রাখতে । এতে গ্রুপ নিরাপদ থাকবে । আপনি এখনো দেখতে পারবেন অনেক গ্রুপ Archive করা আছে ।

গ্রুপ ফিরিয়ে আনার জন্য যা করতে হবে । 


আর যাদের গ্রুপ হারিয়ে ফেলেছেন তাদের জন্য আমার এই টিটোরিয়াল ।
আজ আমি দেখাব হারিয়ে যাওয়া ফেইসবুক ফ্রোফাইল এবং গ্রুপ কিভাবে ফিরিয়ে আনতে হয় ।
আপনি প্রথমে নিছের লিঙ্ক এ ভিসিট করুন । তারপর এইখানে যা যা দিতে বলবে দিয়ে দিন ।
যেমনটা আমি দিয়ে দিছি ।

Report an Unavailable Group or Event

 

Report an Unavailable Group or Event-MR laboratory

 

 এইখানে প্রথমে গ্রুপ সিলেক্ট করবেন তারপর , আপনার গ্রুপের লিঙ্ক দিবেন যেটাকে URL বলা হয় । ডিসক্রিপ্সনে আপনার কথা গুলো ভালো করে বুঝিয়ে দিবেন , কেন আপনাকে না জানিয়ে কোন সতর্ক বার্তা না দিয়ে আপনার গ্রুপ ডিলেট করে দিয়েছে ।
ভালো করে বুঝিয়ে বলবেন । সব ইংরেজিতে লিখবেন ।
আমি যা লিখেছি ।

"Dear Facebook"
My Facebook group has been deleted. When I logged in to Facebook I got the notification.(I attached in the attached screenshot)
I want to clearly ensure that my group didn’t violate any terms of Facebook. And in terms of supporting terrorism(reason for the group has been deleted ) I 100% ensure that we didn’t post anything related terrorism.
Maybe it’s a bug /loophole of Facebook or I don’t know the actual scenario but maybe scammers and spammers posted something inappropriate to my group and reported those posts to Facebook.
Maybe Facebook’s automated bot deleted the group without validating the actual scenario.
I also want to mention that many popular groups from Bangladesh also deleted for the same reason.
Please fix the bug/loophole as soon as possible and recover my group back to me.
Thanks
MD Mijan Ctg 
তারপর গ্রুপে ভিসিট করলে যে লিখাগুলো শো করে তা স্কিন সট দিয়ে দিবেন । 
Choice a file a গিয়ে সিলেক্ট করে দিবেন । 
সবকিছু লিখার পর আবার দেখবেন সব ঠিক আছে কিনা । তারপর সেন্ড করে দিবেন । 
২৪-৪৮ ঘন্ট অপেক্ষা করতে থাকুন । 

কিভাবে ফেইসবুক ফ্রোফাইল ফিরিয়ে আনবেন । 

 যাদের ফেইসবুকে একাউন্ট লগ ইন করলে Your account has been dissable  দেখায় ।
Click the help center নামে একটি লিঙ্ক দেখতে পারবেন আপনার মোবাইল এ ঐ লিঙ্ক এ ভিশিট করুন । তারপর Contact us এ গিয়ে   সব ফিল আপ করুন তার পর সেন্ড করে দিন  । 
যদি তা খুজে না পান তাহলে এই লিঙ্ক এ ভিসিট করুন । 
আপনার ইমেইল এইডি দিবেন যেইটি আপনার একাউন্ট এ যুক্ত ছিল । 
আপনার আইডি কার্ড এর ছবি তুলে দিবেন । স্কেন করে দিতে পারেন । 
ভালো করে বুঝা যায় মতো দিবেন ।  অবস্যয় রিয়েল আইডি দিবেন । 
যাতে জম্ম তারিখ , আপনার নাম , এবং ঠিকানা সব ঠিক থাকে মতো ।

My Personal Account Was Disabled - MR laboratory




নিচের লিস্ট থেকে যেকোন একটি  আইডি স্ক্যান করে সাবমিট করুন

Birth certificate
Driver’s license
Passport
Marriage certificate
Official name change paperwork
Personal or vehicle insurance card
  •  Non-driver’s government ID (ex: disability, SNAP card, national ID card, pension card)
    Green card, residence permit or immigration papers
    Tribal identification or status card
    Voter ID card
    Family certificate
    Visa
    National age card
    Immigration registration card
    Tax identification card

    যদি আপনার উপরের আইডি গুলোর একটা ও না থাকে তবে নিন্মলিখিত আইডি টাইপ এর লিস্ট থেকে যেকোন দুটো আইডি স্ক্যান করে সাবমিট করুন


    Bank statement
    Transit card
    Check
    Credit card
    Employment verification
    Library card
    Mail
    Magazine subscription stub
    Medical record
    Membership ID (ex: pension card, union membership, work ID, professional ID)
    Paycheck stub
    Permit
    School ID card
    School record
    Social Security card
    Utility bill
    Yearbook photo (actual scan or photograph of the page in your yearbook)
    Company loyalty card
    Contract
    Family registry
    Diploma
    Religious documents
    Certificate of registration for accreditation or professional
    Professional license card
    Polling card
    Health insurance
    Address proof card
    Social welfare card
সেন্ড করার পর ইমেইলে চেক করুন ২/৩ ঘন্টা পর । 

ধন্যবাদ , আশাকরি উপকারে আসবে । 
ভালো থাকুন কথা হবে আবার নতুন কোন টিটোরিয়াল নিয়ে । 
আমার ফেইসবুক ফ্রোফাইল MD Mijan Ctg 





from MR Laboratory - Technological Tips & Tricks । bangla । Popular technical sites in bangladesh http://bit.ly/2VpxB7n
via MR Laboratory

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.